ঘনকুয়াশায় কার্তিকেই শীতের আমেজআগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদের
No icon

সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব শুরু, বন্ধ স্কুল-অফিস

সুপার টাইফুন রাগাসার তীব্র আঘাত সামলানোর জন্য প্রস্তুত হচ্ছে ফিলিপাইন ও তাইওয়ান। এরই মধ্যে প্রবল বাতাস ও ভারি বর্ষণে বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়ছে। ঝড়টি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত দক্ষিণ চীনে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আজ দুপুর নাগাদ বাতানেস বা বাবুয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে। ঝড়ের কেন্দ্রস্থলে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২০৫ কিলোমিটার এবং দমকা হাওয়া ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।ঝড়ের কারণে মেট্রো ম্যানিলাসহ ২৯টি প্রদেশে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।অভ্যন্তরীণ মন্ত্রী জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের সময় নষ্ট না করে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া উচিত।তাইওয়ানে কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ৩০০ মানুষকে দেশের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন কাউন্টি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে টাইফুনের গতিবিধির উপর নির্ভর করে এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।মধ্যবর্তী আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আমরা অনুমান করছি যে আজ রাতে ল্যান্ড টাইফুন সতর্কবার্তা জারি করা হবে এবং আগামীকাল সকাল ৬টায় টাইফুন তাইওয়ানের উপকূলীয় এলাকায় পৌঁছাবে।ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, মূল দ্বীপ লুসনের উত্তরাঞ্চলে প্রচণ্ড বন্যা ও ভূমিধস ঘটার সম্ভাবনা রয়েছে।