
শীত এলেই ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। আর যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাদের সমস্যা বেশি। এ সময়ে ত্বকের নিতে হবে বাড়তি যত্ন। আসুন জেনে নিই অতিরিক্ত শুষ্ক ত্বকের যত্নে কী করবেন- ১. অতিরিক্ত ক্ষার দেয়া ফেশওয়াশ বা সাবান ব্যবহার করবেন না। মাইল্ড সাবান ও ফেশওয়াশ ব্যবহার করুন ২. ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন ৩. দিনে দুবার হাইড্রেটিং সেরাম ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে এটি ত্বকে ব্যবহার করুন ৪. সপ্তাহে অন্তত একবার ত্বকে স্ক্রাবার ব্যবহার করুন। এতে ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে ৫. রাতে ঘুমানোর আগে ভারী ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন ৬. শীত এলেই গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। রাতে ঘুমানোর আগে গ্লিসারিন লাগিয়ে মোজা পরে নিন ৭. এ সময় গরম পানি দিয়ে বারবার গোসল করবেন না
লেখক: বিউটিশিয়ান নুপুর, সত্ত্বাধিকারী নুপুর বিউটি পার্লার, বালুঘাট বাজার, ঢাকা-ক্যান্ট।