ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
No icon

নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ প- হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো রাজধানী ঢাকার নয়াপল্টনে সোমবার কর্মসূচি করতে যাচ্ছে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সমাবেশ। এ জন্য পুলিশের মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফৎ। নয়াপল্টনের এই সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ অক্টোবরের মহাসমাবেশ প- হলে পর দিন মির্জা ফখরুল গ্রেপ্তার হন। তার পর প্রকাশ্যে কোনো সমাবেশে প্রথম বক্তব্য দেবেন তিনি।সম্প্রতি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের মধ্য দিয়ে বিএনপি রাজপথের কর্মসূচিতে ফেরার পরিকল্পনা করছে। স্বাধীনতা দিবস উদ্যাপনেও বিএনপি দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদকে (বীরবিক্রম) আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলের একজন যুগ্ম মহাসচিব, ১০ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করা হয়েছে।