নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররাআফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকবিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টাসেপ্টেম্বরে এলপি গ্যাসের দাম নির্ধারণ, জানা যাবে আজ
No icon

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অগণিত ছাত্র-জনতার জীবন ও রক্তে আওয়ামী লীগের পতন হয়েছে। তাই দেশের মাটিতে তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের প্রতি নমনীয়তার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সবাই ছিল মাজলুম, আর তারা ছিল জালিম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন- এমনকি দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ হেন কোনো কাজ নেই, যা তারা করেনি। ফলশ্রুতিতে আপামর জনসাধারণ ছাত্র বিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একাত্বতা পোষণ করে এবং স্বৈরাচার পতনের একদফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয়।