ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রাঢাকার রাস্তায় গতি বেড়েছেন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়লবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
No icon

হঠাৎ করে লন্ডন সফরে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লন্ডন সফরে এসেছেন জামায়াত-ই-ইসলামী বাংলদেশ এর আমীর ডা: শফিকুর রহমান। ১০ই নভেম্বর দুপুরে তিনি হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 

দলের আমীরের হঠাৎ লন্ডন সফর কী কারণে এ নিয়ে যুক্তরাজ্য জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে দলীয় একাধিক সূত্র বলছে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমীরের লন্ডনে আগমন। ইতিমধ্যে কয়েকটি কর্মসূচী হাতে নেয়া হয়েছে যেগুলোতে আমীরে জামায়াত অংশগ্রহন করবেন।