ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তরইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে নাউত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
No icon

ভিসার জন্য আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার আমেরিকান দূতাবাসে যাচ্ছেন। আজ বেলা সোয়া দুইটার দিকে তিনি আমেরিকান দূতাবাসের উদ্দেশে বাসা থেকে রওয়ানা দেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার জানিয়েছেন। 

বিএনপি সূত্র জানায়, আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এদিকে আজ দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।