শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনালের সামনে মিষ্টি বিতরণ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ডদেশজুড়ে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীরশেখ হাসিনার বিরুদ্ধে ৫৮৬ মামলাশেখ হাসিনার মামলার রায় আজ
No icon

আওয়ামী লীগ অবৈধ বিক্ষোভ করার সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে : শফিকুল আলম

আওয়ামী লীগের পতাকাতলে কেউ যদি ‘অবৈধ বিক্ষোভ’ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম বলেছেন, ‘আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না।’

আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম এসব কথা লেখেন।