রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজসড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
No icon

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন এ টি এম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। আজ বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত জানায়, ‘জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে ৭ মে দুপুর পৌনে ১টার দিকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।’

জামায়াত আরও জানায়, ‘এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।’