নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররাআফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকবিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টাসেপ্টেম্বরে এলপি গ্যাসের দাম নির্ধারণ, জানা যাবে আজ
No icon

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছেন আদালত।

রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্ব্বোচ আদালত এ রায় দেন।