অজানা আশ্রয়ের খোঁজে মানুষলিবিয়ার উপকূলে নৌকায় আগুন, অন্তত ৫০ সুদানি শরণার্থীর মৃত্যুবন্দরে পণ্য পরিবহন খরচ হঠাৎ দ্বিগুণজুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আবার সংলাপঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
No icon

ছাত্রদলের জরুরি মতবিনিময় সভা আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দেশের তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভ নেতা এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে আজ রবিবার বিকেলে।শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সভার ঘোষণা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৭ আগস্ট (রবিবার) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।সভায় অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।