বাসের ‘গেটলক সিস্টেম’ চালু হচ্ছে আজফের গরম আসছে, তবে অস্বস্তিকর নয় বিশ্ব মা দিবস আজনতুন বিনিয়োগকারী কম আসছে শেয়ারবাজারেএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
No icon

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধর ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ বন্দুকযুদ্ধর ঘটনা ঘটে। আহতরা হলেন- ক্যাম্প-৪ এর ব্লক-ডি ও এফের হেড মাঝি মো. হোসেন আলী, ব্লক-এফ/১১ এর রশিদ আলম ও নূর হোসেন। এর মধ্যে হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।১৪ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, ৪ নম্বর ক্যাম্পে গোলাগুলির ঘটনায় তাদের গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।