ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : ড. আসিফ নজরুলরোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টাচাকসুর ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসাহের আমেজচলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূস
No icon

গাদ্দাফি স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব।বুধবার পাকিস্তানের মাটিতে জাতীয় দলের অনুশীলনের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের হয়ে সাকিবের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিল। আওয়ামী লীগ থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন তিনি। তবে সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি।

কানাডার টি-টোয়েন্টি শেষে সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব। সেখানে দলের সাথে বুধবার অনুশীলন করেছেন তিনি। এ সময় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলোচনা করতে দেখা গেছে সাকিবকে।

সাকিবকে দলে নেয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘পারফরমেন্স বিবেচনায় সাকিবকে দলে নেয়া হয়েছে। পারফরমেন্স দিয়ে সে দলে জায়গা করে নিয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো থাকায় দলে রাখা হয়েছে সাকিবকে।’

বাংলাদেশের হয়ে ১৭ বছরে ৬৭টি টেস্ট খেলা সাকিব ৪ হাজার ৫০৫ রান ও ২৩৭ উইকেট নিয়েছেন তিনি। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হওয়ার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
সূত্র : বাসস

Advertisement