চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূসগাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্পঢাকার আবহাওয়া থাকবে কেমন, জানাল অধিদপ্তরকলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার
No icon

৪ দিনের টেস্টের অনুমোদন দিচ্ছে আইসিসি

ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭-২৯ সময়কালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলে। এবার সেই পথ অনুসরণ করেই আইসিসি ছোট দলগুলোর জন্য চারদিনের ম্যাচ আয়োজনের নিয়ম চালু করতে চায়। তবে ভারতের মতো বড় দলগুলো-যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত-তাদের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট বহাল থাকবে।

আইসিসি সভাপতি জয় শাহ চারদিনের টেস্টের পক্ষে মত দিয়েছেন। তার মতে, ছোট দলগুলো যেন কম সময় ও কম খরচে বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে, এজন্য এই পরিবর্তন দরকার। অনেক সময়ই সময় ও বাজেটের সীমাবদ্ধতায় ছোট দলগুলো টেস্ট আয়োজন করতে পারে না। চারদিনের ম্যাচ আয়োজন করলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা সম্ভব হবে।