৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরাসৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিদেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
No icon

৩০ টাকার আলু ৪২ টাকায় বিক্রি

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় চট্টগ্রামে নয় আড়তদারকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার নগরের রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দী বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স ও আশীষ হাওলাদার ট্রেডার্সকে জরিমানা করা হয়।বাজার স্থিতিশীল রাখতে গত ২০ অক্টোবর খুচরা বাজারে আলু কেজিপ্রতি ৩৫ টাকা এবং পাইকারি ৩০ টাকা দর নির্ধারণ করে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক জানান, সরকার নির্ধারিত দর অমান্য করে ৪০ থেকে ৪২ টাকা দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের ওপর এর প্রভাব পড়ছে। আলু ক্রেতাদের কোনো রশিদ দিচ্ছেন না আড়তদাররা। খুচরা ব্যবসায়ীরাও রশিদ না পাওয়ার অভিযোগ করেছেন। এ জন্য নির্ধারিত দর না মানায় তাদের জরিমানা করা হয়েছে।