যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

সব ভেঙে নতুন রেকর্ড গড়েছে শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচক আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বেশিরভাগ কোম্পানির দরও বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বৃহস্পতিবার টাকার পরিমাণেও লেনদেন বেড়েছে। ফলে এদিন ডিএসইর সূচকের সঙ্গেও বাজার মূলধনে ফের নতুন রেকর্ড গড়েছে। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ৭৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর আগে গত ৯ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৩২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে। তবে ঠিক দুই কার্যদিবস পর ১২ আগস্ট সেই রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড গড়ল ডিএসইএক্স সূচক।

এর আগে গত ৫ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৬০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৬ হাজার ৫৯৬.০৭ পয়েন্টে। তার আগে গত ৩ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৫৪.৩০ পয়েন্ট বেড়ে পৌঁছে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে। ২ আগস্ট ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়ে। তার আগে গত ২৯ জুলাই ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪২৫ পয়েন্টে এবং ২৫ জুলাই ৬ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়েছিল।ডিএসইএক্স বর্তমান সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৬ হাজার ৩৩৬ পয়েন্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। পরে শেয়ারবাজারে দীর্ঘ মন্দার প্রভাবে সূচক আর এ অবস্থানে পৌঁছতে পারেনি।এদিকে, চলতি বছরের ৩০ মে ডিএসইএক্স সূচক বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে। সূচক এ অবস্থানে আসতে সময় লেগেছে ৩ বছর ২ মাস। তারপর থেকে ডিএসইর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত ১৮ জুলাই সূচক ৬ হাজার ৩৬৫ পয়েন্টে পৌঁছায়। পরদিন ১৯ জুলাই ৬ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়ায় সূচক। এরপর একের পর এক নতুন রেকর্ড গড়েছে সূচকটি।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৫৭ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে কখনো সূচকটি ২ হাজার ৪০০ পয়েন্টের ঘর স্পর্শ করেনি। এর আগে গত ৯ আগস্ট ডিএসই-৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৩৯৭.৬৫ পয়েন্টে।ডিএসইর শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।