বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তিদুই পরিকল্পনা সামনে রেখে এগোচ্ছে বাম দলগুলোগভীর নিম্নচাপে উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতদেশজুড়ে ঝড়বৃষ্টি, বন্যার শঙ্কা সাত জেলায়বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন কোম্পানিটির ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রেখেছে।   দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ টাকা। তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১১ লাখ টাকার।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ পিএলসি – ১৬ কোটি ৬০ লাখ টাকা, সোনালী পেপার অ্যান্ড বোর্ডস লিমিটেড – ১৫ কোটি ৬ লাখ টাকা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড – ১৩ কোটি ২৫ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স – ১২ কোটি ৭৬ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড – ১০ কোটি ৮৯ লাখ টাকা, ই-জেনারেশন লিমিটেড ৯ কোটি ৮৯ লাখ টাকা এবং ট্রাস্ট ইন্স্যুরেন্স লিমিটেড – ৯ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে।