অজানা আশ্রয়ের খোঁজে মানুষলিবিয়ার উপকূলে নৌকায় আগুন, অন্তত ৫০ সুদানি শরণার্থীর মৃত্যুবন্দরে পণ্য পরিবহন খরচ হঠাৎ দ্বিগুণজুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আবার সংলাপঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
No icon

সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

ঢাকার উত্তরা থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিউর রহমান সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‌্যাব-১ ও ৯ যৌথভাবে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও জনগণের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়। ২০১৪ সালে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা) আসন থেকে নির্বাচিত ইয়াহিয়া পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি এ আসনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন। তিনি জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
সূত্র : ইউএনবি