ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলোচট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্কে বাইরে ছুটে আসেন অনেকেকঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশগমনপিআর পদ্ধতিতে মনোনীত হবেন সংসদের উচ্চকক্ষ সদস্যঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
No icon

সাবেক এমপি জাফর আলম ধানমন্ডি থেকে গ্রেফতার

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।