সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎনির্বাচনের আগে নতুন পে-স্কেল হচ্ছে নারোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে ‍যুবক নিহতবাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত২০ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮
No icon

হিটু শেখের মৃত্যুদণ্ড

আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ও ছেলে সজিব ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত।প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। গত ৮ মার্চ এ চারজনকেই আসামি করে সদর থানায় মামলা করেন শিশুর মা আয়েশা আক্তার। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।