সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিএমপি সূত্র জানায়, একই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগারবিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), ঢাবি ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।