ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে
No icon

আইসিইউতে মাহবুবুর রহমান

সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।গত রবিবার সকালে মাহবুবুর রহমানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন।৮২ বছর মাহবুবুর রহমান বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকেও দূরে সরে যান। ২০১৯ সালে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। যদিও তার পদত্যাগপত্র বিএনপি গ্রহণ করেছে কি না, তা এখনো দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।১৯৯৬ সালের ২০ মে মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।২০০১ সালের নির্বাচনে মাহবুবুর রহমান বিএনপির মনোনয়নে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।