নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররাআফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকবিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টাসেপ্টেম্বরে এলপি গ্যাসের দাম নির্ধারণ, জানা যাবে আজ
No icon

আজ নেপাল যাচ্ছেন ডিবির হারুন

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার পর এবার নেপাল যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালে যাবেন বলে ডিবি সূত্রে জানা গেছে।হারুন অর রশীদের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধিদল।দুই দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।