উত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেতনতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্কসহনীয় পর্যায়ে ঢাকার বাতাসগাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহতপবিত্র আশুরা আজ
No icon

বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন

গত ১৯ জুলাই ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন। আজ শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এই তথ্য জানান।তিনি বলেন, মেট্রোরেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে। তবে এ ক্ষেত্রে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, এই স্টেশন নিয়ে একটি কমটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাতদিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।