ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তরইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে নাউত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
No icon

বঙ্গোপসাগরে নিম্নচাপ, নদী বন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।নিম্নচাপের কারণে দেশের চার নদী বন্দরকে আপাতত এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।সাধারণত নিম্নচাপের পর তা গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি সাধারণত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবার কখনও কখনও গভীর নিম্নচাপেই শেষ হয়ে যায়। এখন নিম্নচাপের যে গতিপ্রকৃতি তাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।