ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তরইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে নাউত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
No icon

সাবেক সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

বরগুনা-১ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। তিনি পাঁচবার এমপি হয়েছিলেন। গত ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন শম্ভু।