ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহতঅবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলঢাকায় হতে পারে বজ্রবৃষ্টিকাতারে হামলা চালিয়েছে ইসরায়েলঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
No icon

অনলাইনে ভূমিসেবা বন্ধ থাকবে ৫ দিন

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত ও চালু তিনটি ভূমিসেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (দ্বিতীয় সংস্করণ) চারটি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নবসৃষ্ট একটি সফটওয়্যারের (ল্যান্ড সার্ভিস গেটওয়ে) দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উক্ত পাঁচটি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লিখিত সময়ে অনলাইনে চালু থাকা তিনটি ভূমিসেবা বন্ধ থাকবে।