আগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদেরবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
No icon

আকস্মিক ভোরে থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার ভোরে তিনি রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।গণমাধ্যমকে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করেছেন।এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে এমনই আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।