 
                                                                পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝেও দেশের কিছু এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে বৃহস্পতিবার (১২ জুন) ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা রাখতে পারবে।এতে বলা হয়, আজ অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক

 
                                             
                                             
                                            