যে ম্যাচে থাকছে বাংলাদেশওদলে দলে গাজা সিটি ছাড়ছেন ফিলিস্তিনিরাযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহতগরমে দেশের ৬ কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তঅজানা আশ্রয়ের খোঁজে মানুষ
No icon

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩০ বাংলাদেশিকে

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে।এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি।ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদা করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।