জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজকরাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশসাগরে ঘূর্ণিঝড় ‘ মোন্থা’, ৫ দিন বৃষ্টির আভাসনিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার ঘোষণা জামায়াত আমিরের
No icon

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।ভোরে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত সোমবার সকাল ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনবরত চলছিল।মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দর, আজিমপুর, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।আকাশ ঘন মেঘে ছেয়ে আছে, সূর্যের দেখা না পাওয়ায় সকাল ৮টায় দিকেও অন্ধকার হয়ে আছে চারপাশ।এর আগে ঢাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। রোববার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছিল- ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, আজ সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুএক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।