দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারততাপপ্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল-কলেজযুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটে
No icon

রাজধানীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)। সকালে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া। তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত পাঠাওচালকের ফুপাতো ভাই মো. ফুয়াদ হাসান বলেন, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করি। আমার ভাই মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি থানার জগৎপুরে। বাবার নাম নুরুল ইসলাম। বর্তমানে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় থাকতেন। দিকে নিহত কাজলের মা হাসিনা বেগম বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ শনাক্ত করি। আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সায়। আমার মেয়ের দুই ছেলে এক মেয়ে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকতো।