দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৪০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাশাসন।সর্বশেষ ৬টি মরদেহের মধ্যে শনিবার সকালে স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আগের দিন রাতেই তাদের সনাক্ত করেছেন তাদের নিকট আত্মীয়রা।প্রাণ হারানো তিনজন হলেন- কাস্টমস ইন্সপেক্টর শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী এবং তাদের চার বছর বয়সী মেয়ে ফাইরুজ কাশেম জামিরা।রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, তিন মরদেহ হস্তান্তরের পর বর্তমানে এক নারী দুই পুরুষ, তিন জনের মরদেহ রয়েছে। তাদের ময়নাতদন্ত করা হবে। এবং তাদের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, তিন মরদেহের তিন দাবিদার রয়েছে। দাবিদারদের তথ্যমতে, তারা হচ্ছেন- অভিশ্রুতি শাস্ত্রী বৃষ্টি খাতুন, এ কে এম মিনহাজ উদ্দিন, ও নাজমুল ইসলাম।তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।