দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

ট্রাক-মিনি বাস সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত

ভারতের দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে ট্রাক ও মিনি বাসের মধ্যে সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২০ জন। মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থ যাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্য যাচ্ছিল।স্থানীয় সময় আজ শুক্রবার (২৪ মে) সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।জানা যায়, উত্তর প্রদেশ থেকে পরিবারের সদস্যদের বহনকারী বাসটি আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এ দুর্ঘটনা ঘটে।ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিক ধুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা যায়, বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। এতে আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।