দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

ভোররাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।আজ রবিবার ভোররাতে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও নিবা আক্তার।প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে ছয় তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।ঘটনার পর দগ্ধ ছয়জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোসেন সর্দার ও নিবা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।