দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ওসিসহ ৫ পুলিশ আহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকে থাকা আরো তিনজন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকে থাকা ইলিয়াস, আলআমিন ও তুষার।আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসেন।পরে রাস্তা সচল করতে রাত তিনটার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য ও ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন।মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক (এএসআই) রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।