প্রাথমিকে শিক্ষক পদে আবেদন শুরু ৮ নভেম্বরনির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারিবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তাভাতা বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীরচট্টগ্রামে বিএনপির গণসংযোগে খুন, কেন টার্গেটে ছিলেন ‘সন্ত্রাসী’ বাবলা
No icon

সাতসকালে নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালে পড়ে যায়।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।ফায়ার সার্ভিস ইউনিটটি সকাল ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।