তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, যা গত সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে সবশেষ ২৪ মার্চ করোনাভাইরাসে এরচেয়ে কম অর্থাৎ ২৫ জনের মৃত্যু হয়েছিল।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৯.৫৮ শতাংশ

।বুলেটিনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ১২ হাজার ৭৬ জনের।সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য জানা যায়। এরপর ১৮ মার্চ আসে প্রথম মৃত্যুর খবর।