দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

নিয়মের বাইরে যাওয়া সব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

রাজধানী ঢাকায় বিভিন্ন সময় অনুমতিবিহীন গড়ে তোলা হয়েছে সাড়ে তিন হাজারের অধিক ভবন। সম্প্রতি এসব অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

এরই ধারাবাহিকতায় অনুমতি না নেওয়ায় হুইল এক্সকাভেটর দিয়ে একটি নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এ ছাড়া আরো বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক। 

অনুমতিহীন অবৈধ এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম  বলেছেন, ‘শুধু একটি-দুটি ভবন নয়। নিয়মের বাইরে যাওয়া সব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত কোনো বাধা না থাকলে সব অবৈধ ভবন ভাঙা হবে।’

জানা যায়, উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকার ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল।