শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে আজ সোমবারও বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৫৭৭, যা দুর্যোগপূর্ণ মানদণ্ডে পড়ে।এ ছাড়া ৩১৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ । গতকাল রবিবারও এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ ছিল। ২৬১ স্কোরে তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর। এ ছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে কলকাতা, যার স্কোর হচ্ছে ২০৩।তালিকায় ১৮১ স্কোরে পঞ্চম অবস্থানে বসনিয়ার সারায়েভো। আজ এই শহরের বাতাসও অস্বাস্থ্যকর।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।