ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে
No icon

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থানাধীন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ফরিদ উল্লাহ প্রকাশ ফরিদ আলম (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র;্যাব-১৫ এর সদস্যরা।কক্সবাজার র;্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, র;্যাব-১৫ কক্সবাজার গোপন সূত্রে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ বাসস্ট্যান্ডে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র;্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার সাড়ে ৮ টার দিকে বর্ণিত স্থানে পৌঁছে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়ার নুরুল আলমের ছেলে ফরিদ উল্লাহ প্রকাশ ফরিদ আলম (৩৪) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার নিকট থেকে সর্বমোট ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উক্ত ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।