থমথমে গোপালগঞ্জে আতঙ্কএকই পরিবারের কেউই আর বেঁচে নেইযেভাবে ফ্রি পাবেন ১ জিবি ডেটাগাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই১ ঘণ্টা পর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
No icon

মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে মহাসড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো।

ওই মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের সবার মুখে মাস্ক ও হেলমেট। ফলে মিছিলে অংশ নেওয়া কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারে লেখা আছে, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।