আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসএপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিবজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
No icon

নির্বাচন: আপিল শুনানি শেষ আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল শুনানি আজ শুক্রবার শেষ হচ্ছে।গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ১০১ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর চারটি আবেদনের সিদ্ধান্ত হয়নি এবং অনুপস্থিত ছিলেন একজন প্রার্থী। এ পর্যন্ত পাঁচ দিনের আপিল শুনানিতে ২১৩ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। গতকালের শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানও রয়েছেন। এছাড়া আপিল আবেদন নামঞ্জুর হওয়াদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম। আর ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেন আজাদের প্রার্থিতা আপিলেও বাতিল ঘোষণা করা হয়।অন্যদিকে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের বৈধ প্রার্থী একরামুল করিম চৌধুরী এবং সিলেট-৩ আসনে আওয়ামী লীগের বৈধ প্রার্থী হাবিবুর রহমান এবং পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি-জাপার বৈধ প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেওয়া হয় শুনানিতে। এছাড়া ৫ম দিনে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে জাপার আরো দুই জন, জাতীয় পার্টি-জেপির এক জন, জাসদের এক জন, তৃণমূল বিএনপির এক জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এক জন ও ১৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।