দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারততাপপ্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল-কলেজযুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটে
No icon

নৌকায় ভোট চাচ্ছেন পুলিশ কর্মকর্তা সজিব দেব রায়

হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সজিব দেব রায়ের বিরুদ্ধে। এ বিষয়ে আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

লিখিত অভিযোগে আওয়ামী লীগের ওই নেতা উল্লেখ করেন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব দেব রায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের সঙ্গে দিন-রাত ভোট প্রার্থনা করছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অভিযোগের অনুলিপি জেলা পুলিশ সুপার (এসপি), তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো হয়।

অভিযোগকারী শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের এ সময়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে সজিব দেব রায় কর্মরত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অভিযোগ করেছি। আশা করছি, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।’অভিযোগের বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব দেব রায় বলেন, ‘আমি নির্বাচন কমিশনের অধীনে আছি। আমি নৌকা বা অন্য কোনো প্রতীকে ভোট প্রার্থনা করিনি, করার সুযোগও নেই। কারণ আমার ওপর অর্পিত দায়িত্ব পালন নিয়েই ব্যস্ত থাকি। এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে গুরুত্ব সহকারে কাজ করছি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী।’

তিনি আরও বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তিনি তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা। তিনি কীভাবে জানলেন যে, আমি কারও পক্ষ নিয়ে কাজ করছি। তিনি কোনো প্রকার প্রমাণ ছাড়াই এই অভিযোগ করেছেন। আমি ট্যাকেরঘাট ফাঁড়ি ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকে এলাকায় মাদক, জুয়াসহ বিভিন্ন অনিয়ম নির্মূলে কাজ করেছি। যিনি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন, তা আমরা বোধগম্য না।’