ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাসআজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকের লেনদেনইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের
No icon

রাশিয়ার বিরদ্ধে ইউক্রেন জিততে পারে: ন্যাটো প্রধান

ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে।রোববার ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেন, মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল ইউক্রেনে তাদের যুদ্ধ তেমনভাবে হচ্ছে না। কিয়েভ দখলে তারা ব্যর্থ হয়েছে। খারকিভ থেকেও তারা সেনা প্রত্যাহার করছে।মনোযোগের প্রধান কেন্দ্র দোনবাসেও রাশিয়ার অভিযান থেমে আছে মন্তব্য করে স্টোলটেনবার্গ বলেন, রাশিয়া তাদের কৌশলপূর্ণ উদ্দেশ্য হাসিল করতে পারছে না।ইউক্রেনীয়দের সাহসের প্রশংসা করে ন্যাটো প্রধান বলেন, জোট সদস্যরা তাদের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ।