চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত অন্তত ১২

ইকুয়েডরের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।ভূমিকম্পের কেন্দ্রেস্থল ছিল ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বালাওয়ের কাছে। শহরটিতে প্রায় ৩০ লাখ মানুষ বাস করে। দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধসে পড়া বাড়ির ভিতরে অনেকে আটকে আছেন।এল ওরোতে ১১ জন এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে।আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট গুইলারমো লাসো ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।