দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

ইমারান খানের সাথে জোট গঠন করবে না জামায়াত ইসলামী পাকিস্তান

জামায়াতে ইসলামি পাকিস্তান বুধবার ঘোষণা করেছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সাথে সরকার গঠন নিয়ে তারা সহযোগিতা করবে না। জামায়াতের নায়েবে আমির লিয়াকত বেলুচ জিও নিউজকে বলেন, পিটিআইলে সাথে সহযোগিতা না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাদের দল। তিনি বলেন, 'কেন্দ্রীয় পর্যায়ে আরেকটি দলের সাথে জোট গঠন করেছে পিটিআই। ফলে কেবল খাইবার পাকতুনখাওয়ায় পিটিআইয়েল সাথে জোট করার কোনো যৌক্তিকতা নেই।' বেলুচ বলেন, 'পিটিআইয়ের সাথে যে আলোচনা চলছিল, তা উভয় সরকার নিয়ে।'

উল্লেখ্য, খাইবার পাকতুনখাওয়ায় পিটিআই একাই সরকার গঠন করার মতো অবস্থায় রয়েছে ইমরান খানের দল। আর কেন্দ্রে তাদের ব্যাপক সমর্থন লাগবে। তবে কেন্দ্রীয় পার্লামেন্টে জামায়াতের কোনো আসন নেই।

পিটিআই মূলত জামায়াতের সাথে জোট গঠন করতে চেয়েছিল সংরক্ষিত নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত ৭০টি আসনের হিস্যা পেতে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বতন্ত্ররা কোনো সংরক্ষিত আসন পাবে না। এ কারণে জামায়াতের সাথে জোট বেঁধে তারা ওই আসনগুলো থেকে তাদের হিস্যা আদায় করতে চেয়েছিল পিটিআই। পিটিআই দৃশ্যত মজলিস-ই-ওয়াদাত-মুসলিমিন (এমডব্লিউএম) পার্টির সাথে কেন্দ্রে জোট গড়ছে। তবে এর মাধ্যমে তারা সংরক্ষিত আসন পাবে কিনা তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী শাহবাজ শরিফ হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পিপিপির আসিফ আলি জারদারি হবেন দেশটির রাষ্ট্রপতি।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য