দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালির এক সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।  এক বিবৃতিতে মালির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, মালির কেনেইবা কমিউন থেকে বুরকিনা ফাসো যাবার সময়ে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।বিবিসি জানায়, হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।মালিতে প্রধান প্রধান অনেক সড়কের অবস্থা বেহাল। লক্কর-ঝক্কর যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে অহরহই। এ মাসের শুরুর দিকে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত হন এবং ৪৬ জন আহত হন।