আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুরে বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায়।বিএসএফের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল পাচারকারী। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ জাওয়ানরা পাচারকারীদের বাধা দিলে তারা হামলার শিকার হন। আত্মরক্ষার্থে গুলি চালালে একজন বাংলাদেশি নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।দক্ষিণ দিনাজপুর পুলিশ ও বিএসএফ সূত্রে জানানো গেছে, নিহত বাংলাদেশির কোনো নাম-পরিচয় জানা যায়নি। শনিবার পুলিশ মরদেদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার থেকে ২৪ ঘণ্টার বেশি মরদেহ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।