ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
No icon

সৌদি আরবে ঈদের ছুটি ৬ দিন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। সবমিলিয়ে এবারের ঈদে দেশটির কর্মজীবী মানুষ টানা ৬ দিনের ছুটি পেতে যাচ্ছেন।এ বছর সৌদিতে ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।