শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান : খাজা মুহাম্মদ আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয়পক্ষই আন্তরিকভাবে কাজ করছে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান।

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।